দ্বিতীয় ধাপের ইউপি ভোটে আওয়ামী লীগের চেয়ারম্যান ৪৮৬, স্বতন্ত্র ৩৩০ জন

দ্বিতীয় ধাপের ইউপি ভোটে আওয়ামী লীগের চেয়ারম্যান ৪৮৬, স্বতন্ত্র ৩৩০ জন

 নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় ধাপের ৮৩৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগের চেয়ারম্যান হয়েছেন ৪৮৬ জন।

স্বতন্ত্র চেয়ারম্যান হয়েছেন ৩৩০ জন, জাতীয় পার্টির ১০ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৪ জন, জাতীয় পার্টি-জেপি-১ জন, বাংলাদেশ জাতীয় পার্টি ১ জন, খেলাফত মজিলিশ ১ জন ও জাসদের একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তবে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিজয়ী অধিকাংশ চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী। কিছু বিএনপি-জামায়াত নেতা কর্মী
রয়েছেন। তবে আওয়ামী লীগ চেয়ারম্যানদের মধ্যে আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮১ জন।

গত ১১ নভেম্বর বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ভোট হয়। আজ রাতে নির্বাচন কমিশন এই ফলাফলের তথ্য জানিয়েছে।

শীর্ষ সংবাদ সারাদেশ