ভাইরাস বিশেষজ্ঞের দাবি উহানে পশুর বাজারে কর্মরত নারীর কাছ থেকে ছড়ায় করোনা

ভাইরাস বিশেষজ্ঞের দাবি উহানে পশুর বাজারে কর্মরত নারীর কাছ থেকে ছড়ায় করোনা

চীনের উহানের পশু কেনাবেচার একটি বাজার থেকেই করোনাভাইরাস ছড়িয়েছে বলে দাবি করেছেন একজন বিজ্ঞানী। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ভাইরাস গবেষক মাইকেল ওরোবি গত বৃহস্পতিবার সায়েন্স সাময়িকীতে লেখা এক নিবন্ধে এ দাবি করেছেন। ওই বিজ্ঞানী বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস শনাক্তের যে সময়ের কথা বলেছিল, তারও কয়েক দিন পর উহানে করোনা শনাক্ত হয়। খবর এএফপির

প্রায় দুই বছর আগে করোনা মহামারি শুরু হওয়ার পর ভাইরাসের উৎস শনাক্ত করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা। কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় ভাইরাসের উৎপত্তি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতবিরোধ রয়েছে। কখনো বলা হয়েছে, বাদুড় থেকে এ ভাইরাস মানুষের শরীরে প্রথম সংক্রমিত হয়েছে। আবার উহানের ল্যাব থেকে এ ভাইরাস ছড়িয়েছে বলেও প্রচার-প্রচারণা আছে। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকেরা ইঙ্গিত দেন, মানুষকে সংক্রমিত করতে সক্ষম এ ভাইরাস দশকের পর দশক ধরে অশনাক্তকৃত অবস্থায় থেকে বাদুড়ের মাধ্যমে ছড়াতে পারে।বিস্তারিত

আন্তর্জাতিক