বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল, আগামীকাল ঢাকায় শুরু জেলা পর্যায়ের খেলা

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০১৮ : প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যাগে গত ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে শুরু হওয়া ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭)’ উপজেলা পর্যায়ে আন্তঃ ইউনিয়ন খেলা শেষ হয়েছে। এবার শুরু হয়েছে জেলা পর্যায়ে আন্তঃ উপজেলার খেলা।
এরই ধারাবাহিতকায় আগামীকাল (রোববার) শুরু হবে ঢাকা জেলার খেলা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার মাঠে (পল্টন ময়দান) বিকেল ৪টায় ধামরাই উপজেলা বনাম কেরানীগঞ্জ উপজেলার ম্যাচ দিয়ে শুরু হবে জেলা পর্যায়ের খেলা।
প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করবেন ঢাকার জেলা প্রশাসক জনাব আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌর খান।
এছাড়া আগামী ১৭ সেপ্টেম্বর (সোমবার) শুরু হবে ঢাকা সিটি কর্পোরেশন পর্যায়ের খেলা। রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজের মাঠে লড়বে গুলশান বনাম ধানমন্ডি এবং মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলবে পল্লবী বনাম মোহাম্মদপুর। দুইটি ম্যাচই শুরু হবে সকাল দশটায়।

খেলাধূলা শীর্ষ সংবাদ