সরকার ঘোষিত সময়ানুযায়ী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ মুহূর্তে রাজনীতির মাঠে কোনো ধরনের অস্থিরতা বা উত্তাপ সৃষ্টি করতে চায় না বিএনপি। দলটির দায়িত্বশীলরা বলছেন, ইস্যু তৈরি করে একটি মহল দেশ অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। দেশের জনগণ ও গণতন্ত্রের স্বার্থে এ অবস্থায় সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা ও জনগণের আস্থা অর্জনকেই প্রাধান্য দেবে। পাশাপাশি ফেব্রুয়ারি নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে সরকারকেও সর্বাত্মক সহযোগিতা করবে। এ ছাড়া জামায়াতসহ কয়েকটি ইসলামি দল নানা দাবিতে যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে। এসব কর্মসূচির দিকে বিশেষ নজর রাখবে বিএনপি। বিএনপির সর্বশেষ স্থায়ী কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া মানেই গণতন্ত্র বাধাগ্রস্ত করা। জনগণের মালিকানা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। তিনি বলেন, ‘গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে দ্রুত নির্বাচন না হলে দেশে বিভক্তি ও সংঘাতের শঙ্কা থেকে যায়। বিএনপি সেই পরিস্থিতি চায় না। আমরা চাই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে পরিবর্তন।’বিস্তারিত