থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় আহত বাকৃবি শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ মারা গেছেন

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় আহত বাকৃবি শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ মারা গেছেন

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ইন্টার্ন শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ তার নিজ বাড়িতে মারা গেছেন। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

বাকৃবির পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহুল আমিন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে এ বিষয়ে নিশ্চিত করে জানান, “সে থাইল্যান্ডে বাইক দুর্ঘটনায় বেশি আহত হয়নি। তার সব টেস্টের ফলাফল নরমাল ছিল। তবে আজ রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যুর খবর জানানো হয়। আমরা ধারণা করছি, স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটতে পারে। তবে বাস্তবে কিভাবে বা কেন মারা গেছে, সেটা আল্লাহ ভালো জানেন।”

এদিকে, মরহুমের জানাজা আজ (২৩ অক্টোবর) আছরের নামাজের পর ময়মনসিংহ সদর উপজেলার দীঘারকান্দা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। তার পরিবার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানাজায় অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন।

জানা গেছে, জাকারিয়া হোসাইন সাঈদ গত ১৪ অক্টোবর থাইল্যান্ডে ইন্টার্নশিপ করার সময় তার দুই বন্ধুর সাথে একটি বাইক দুর্ঘটনায় আহত হন। তার বন্ধু রাব্বি বর্তমানে দেশে চিকিৎসা নিচ্ছেন, এবং অপর বন্ধু আপন এখনও থাইল্যান্ডে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

জাকারিয়ার অকাল মৃত্যুতে বাকৃবি পরিবার শোকাহত। তার সহপাঠী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শিক্ষা শীর্ষ সংবাদ