পবিত্র ঈদুল আজহার নামাজ পড়তে গিয়ে হামলার শিকার হয়েছেন মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আসসিমি গোয়েতা। আজ (২০ জুলাই) দেশটির রাজধানী বামাকোর প্রধান মসজিদে এ ঘটনা ঘটে। খবর প্রকাশ করেছে আল জাজিরা ও বার্তা সংস্থা এএফপি।
প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দু’জন সশস্ত্র ব্যক্তি এ হামলা চালায়। এর মধ্যে একজন পেছন থেকে ছুরি দিয়ে হামলা চালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গেই গোয়েতাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার এক টুইটার পোস্টে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, হামলাকারীদের তাৎক্ষণিকভাবে নিরাপত্তা রক্ষীদের হেফাজতে দেওয়া হয়েছে। হামলার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।
এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট গোয়েতা সুস্থ ও নিরাপদে আছেন। তাকে বামাকোর বাহিরে কাতির সামরিক শিবিরে নেওয়া হয়েছে।
এর আগে গত মাসেই প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ৩৭ বছর বয়সী এই নেতা। মাত্র নয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো মালির ক্ষমতা দখল করেছেন তিনি।