মুখে না না করলেও শেষ পর্যন্ত নির্বাচনে আসবে, আওয়ামী লীগের সঙ্গে লড়বে বিএনপি। আর প্রধান রাজনৈতিক প্রতিপক্ষের নির্বাচনে অংশগ্রহণের এই সম্ভাবনার ভিত্তিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সে কারণে নির্বাচনী আসন বুঝে নৌকার (দলীয় প্রতীক) মাঝি (প্রার্থী) নির্ধারণ (মনোনয়ন দান) করবে দলটি। এ জন্য কয়েক ধাপে সম্ভাব্য প্রার্থী যাচাই-বাছাই করা হচ্ছে। প্রায় প্রতিটি আসনেই বিকল্প প্রার্থীর তালিকা বানানো হয়েছে। বিএনপি অংশগ্রহণ করছে ধরে নিয়েই মুসাবিদা করা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা। সবার কাছে গ্রহণযোগ্য, চরম প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে আসার মতো ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে নৌকা। এ জন্য অনেক এমপি-মন্ত্রীর কপাল পুড়তে পারে। দলের উচ্চপর্যায়ে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন সংস্থা, ব্যক্তি ও দলীয়ভাবে আগ্রহী প্রার্থীদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে দলের বিশেষ বর্ধিত সভা, কার্যনির্বাহী সংসদের বৈঠক, সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী একাধিকবার বিষয়টি উল্লেখ করেছেন। আওয়ামী লীগ সভানেত্রীর ভাষ্য, জরিপের ভিত্তিতেই (আগামী নির্বাচনে) মনোনয়ন মিলবে। বিস্তারিত