ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্কের বিজ্ঞপ্তি জারি ট্রাম্পের ভারত রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল কেনে। যার জেরেই ২৫ শতাংশ অধিক শুল্ক চাপানো হচ্ছে।

ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্কের বিজ্ঞপ্তি জারি ট্রাম্পের ভারত রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল কেনে। যার জেরেই ২৫ শতাংশ অধিক শুল্ক চাপানো হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

 

রাশিয়ার তেল কেনার শাস্তি হিসাবে ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক জারির নোটিশ জারি করলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ২৭ আগস্ট থেকে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ হারে শুল্ক চালু করবে দেশটি।

ভারতীয় সময় বুধবার সকাল ৯টা ৩১ মিনিট থেকে এই অতিরিক্ত শুল্ক কার্যকর করছে মার্কিন প্রশাসন।

 

যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইটে এই নির্দেশিকার খসড়া প্রকাশ করা হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, ২৭ আগস্ট যুক্তরাষ্ট্রের ইস্টার্ন জোনের সময় অনুযায়ী রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হবে নয়া শুল্ক। যা ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল ৯টা ৩১ মিনিট।

নির্দিষ্টভাবে ৭ পাতার ওই নির্দেশিকায় বলা হয়েছে, এই সময়ের পর থেকে যুক্তরাষ্ট্রের বাজারে কোনো মার্কিন পণ্য প্রবেশ করলে তার জন্য বাড়তি শুল্ক দিতে হবে। এছাড়া ২৫ শতাংশ শুল্ক কার্যকর করার কারণও ব্যাখ্যা করা হয়েছে।

বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল কেনে। যার জেরেই ২৫ শতাংশ অধিক শুল্ক চাপানো হচ্ছে।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ