হাসিনা-কামালের নির্দেশে গণহত্যা

হাসিনা-কামালের নির্দেশে গণহত্যা

জুলাই-আগস্টের আন্দোলন দমনে ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের কথা আইজিপিকে জানিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে এসব কথা বলেন শেখ হাসিনার আমলের সর্বশেষ পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের নির্দেশেই এই গণহত্যা সংঘটিত হয়েছে বলেও জবানবন্দিতে উল্লেখ করেন তিনি।

জবানবন্দিতে চৌধুরী মামুন বলেন, আন্দোলন দমনে সমন্বয়কদের আটকের প্রস্তাব দেয় ডিজিএফআই, পরে এই দায়িত্ব দেওয়া হয় ডিবিপ্রধান হারুনকে। হেলিকপ্টার, ড্রোন ও মারণাস্ত্র ব্যবহার করে অসংখ্য ছাত্র-জনতাকে হতাহত করা হয়। জবানবন্দিতে নিজের দোষ স্বীকার করে গণহত্যার শিকার প্রত্যেকের পরিবার, আহত ব্যক্তি, দেশবাসী এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। জানিয়েছেন, হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় তিনি মর্মাহত ও স্তম্ভিত হয়েছেন। জবানবন্দিতে তুলে ধরেছেন টিএফআই সেল নামে র‌্যাবের গোপন বন্দিশালার কথাও।

গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে এসব কথা বলেন চৌধুরী মামুন। গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সঙ্গে আসামি হিসেবে রয়েছেন তিনি। এই মামলায় গ্রেপ্তার এই সাবেক আইজিপি তার দোষ স্বীকার করে নিয়ে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হয়েছেন। সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য থাকায় তাকে গতকাল সকালে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে এনে ট্রাইব্যুনালে হাজির করা হয়।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ