লকডাউনের মধ্যে পিকআপের ধাক্কায় ৬ জনের প্রাণহানি

লকডাউনের মধ্যে পিকআপের ধাক্কায় ৬ জনের প্রাণহানি

সারাদেশে ১৪ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে আজ শুক্রবার ভোর থেকে। এর মধ্যেই বাগেরহাটের ফকিরহাটে পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহতের খবর পাওয়া গেছে।

এ ঘটনায় একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট ওসি সাইদুল আনাম।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে মহাসড়কের বৈলতলী এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। ইজিবাইকটিতে যাত্রী, চালকসহ মোট সাত আরোহী ছিলেন। একজনকে আহত অবস্থায় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফকিরহাট থানার ওসি সাইদুল আনাম লেন, ইজিবাইকটি ফকিরহাট থেকে যাত্রী নিয়ে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। পথে মহাসড়কের বৈলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে ইজিবাইকটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এর ছয় আরোহী নিহত হন। ঘটনার পর ট্রাক রেখে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। ঘটনাস্থল থেকে পুলিশ ছয়জনের লাশ উদ্ধার করেছে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী হাসপাতালে পাঠিয়েছে।

সারাদেশ