বিদেশি সিরিয়ালের প্রতি কেন ঝুঁকছে টিভি চ্যানেল, ওটিটি

বিদেশি সিরিয়ালের প্রতি কেন ঝুঁকছে টিভি চ্যানেল, ওটিটি

বাংলাদেশে সত্তর থেকে নব্বই দশক পর্যন্ত দেশীয় বাংলা ধারাবাহিক নাটকের জনপ্রিয়তা থাকলেও নব্বইয়ের শেষ দিকে এসে তা দর্শক হারায়। এর কারণ, মানের অভাব ও পর্যাপ্ত কনটেন্ট নেই। বর্তমান সময়ের দেশীয় নাটক ও ধারাবাহিকগুলোতে প্রমিত শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার উদ্বেগজনকভাবে কমছে। এর পরিবর্তে প্রায় নাটকে ব্যবহার করা হচ্ছে আঞ্চলিক ও অশ্লীল ভাষা। একই সঙ্গে নাটকের নামও কৌলীন্য হারাচ্ছে। এসব কিছুই আমাদের দেশের সংস্কৃতিবিরুদ্ধ। তা ছাড়া টিভি নাটক ও ধারাবাহিক হচ্ছে ড্রইংরুমের বিনোদন। যেখানে বাচ্চা থেকে শুরু করে বয়স্কসহ সব শ্রেণি ও বয়সের মানুষ একসঙ্গে বসে অনুষ্ঠান দেখে। সেক্ষেত্রে যদি এমন রুচিহীন নাটক ও ধারাবাহিক প্রচার করা হয় তাহলে তা কীভাবে পরিবার নিয়ে দর্শক দেখবে? তা ছাড়া টিভি চ্যানেল, ওটিটিদেশি কনটেন্টের মূল্য বেড়েই চলেছে এবং এগুলোর মান না থাকায় কমছে স্পন্সর। ফলে নব্বই দশকের শেষ দিকে এসে দেখা যায় এ দেশের টিভি চ্যানেলে ভারতীয় সিরিয়ালের প্রভাব। প্রায় এক দশক ধরে বাংলার প্রতিটি ঘরে এসব ভারতীয় নাটক জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু বর্তমানে সেই স্থান দখলে নিয়েছে বাংলায় ডাবিংকৃত তুর্কি, ইরানি, কোরিয়ানসহ অন্যান্য দেশের সিরিজ। ২০১৫ সাল থেকেই বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভি শুরু করে তুর্কি ধারাবাহিকের প্রচার। ‘সুলতান সুলেমান’ নামে একটি তুর্কি ধারাবাহিক নাটক বাংলায় ডাবিং করে প্রথম প্রচার করে চ্যানেলটি।বিস্তারিত

বিনোদন শীর্ষ সংবাদ