কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে প্রচার-প্রচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। পোস্টার বিলির পাশাপাশি শুনছেন সাধারণ শিক্ষার্থীদের কথা। নিজেদের ইশতেহারে রাখছেন শিক্ষার্থীদের দাবিগুলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের কথা জানাচ্ছেন- আকতারুজ্জামান ও ছাব্বিরুল ইসলাম
পড়াশোনার সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য কাজ করব
মো. আবিদুল ইসলাম খান, সহসভাপতি (ভিপি) প্রার্থী, ব্যালট নম্বর-২১
ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই আমরা। আমাদের লক্ষ্য, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য কাজ করা। গণরুম গেস্টরুম কালচার ও সব রাজনৈতিক অপসংস্কৃতি যা ছাত্রলীগের আমলে বেড়ে উঠেছে তা দূর করা। শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনা, ভালো রেজাল্ট, গবেষণা ও জরুরি সব ক্ষেত্রে যা যা দরকার তা আমরা করব। তিনি বলেন, নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসেন। যথাযথ সুযোগ-সুবিধার অভাবে অনেকে চার-পাঁচটি করেও টিউশনি করেন। এসব প্রেশারের কারণে পরীক্ষার ফল খারাপ হয়। আমরা শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করব। অন-ক্যাম্পাস জবের সুযোগও তৈরি করব। আবিদ বলেন, যে জুলাইয়ের শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, সামনে কথা বলতে পারছি সেই চেতনা ধারণ করে আমরা এগিয়ে যাব। আমাদের লক্ষ্য হবে তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন মানসিক প্রশান্তি নিয়ে বেড়ে উঠতে পারে সে ব্যবস্থা আমরা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় বানানোর প্রচেষ্টা করব এবং শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার গণ্ডিতে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। নারীদের জন্য ক্যাম্পাসকে নিরাপদ করে তুলব। এই ক্যাম্পাসে ছেলে-মেয়ে যাতে সমান সুযোগ-সুবিধা পায়, তা নিশ্চিত করব। কারণ এ ক্যাম্পাস সবার, এখানে কোনো ধরনের বৈষম্য চলবে না। সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ ক্যাম্পাসে রূপান্তরে কাজ করব।বিস্তারিত