দখলের কবলে ফ্লাইওভার ► হানিফ ফ্লাইওভারের নিচের জায়গা দখল করে রাখা হয় বাস ► কাভার্ড ভ্যানের দখলে কুড়িল ফ্লাইওভারের নিচের জায়গা ► ভ্রাম্যমাণ দোকানে দখল খিলগাঁও ফ্লাইওভারও

দখলের কবলে ফ্লাইওভার ► হানিফ ফ্লাইওভারের নিচের জায়গা দখল করে রাখা হয় বাস ► কাভার্ড ভ্যানের দখলে কুড়িল ফ্লাইওভারের নিচের জায়গা ► ভ্রাম্যমাণ দোকানে দখল খিলগাঁও ফ্লাইওভারও

সারি সারি বাস রাখা। দিন-রাত চলছে যাত্রী ওঠানামা। হাঁকডাকে সকাল থেকে রাত অব্দি ভিড় লেগে থাকছে। রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের জায়গা দখল করে রাখা হচ্ছে বাস। এর ফলে  এলাকাজুড়ে যানজট লেগেই থাকে। শুধু তাই নয়, ফ্লাইওভারের নিচের জায়গা দখল করে কোথাও ভাতের হোটেল, কোথাও ঘোড়ার আস্তাবল তৈরি করা হয়েছে।

শুধু এই ফ্লাইওভার নয়, রাজধানীর অধিকাংশ ফ্লাইওভারের নিচের জায়গা দখল হয়ে গেছে। সবার চোখের সামনে এ দখল বাণিজ্য চললেও উদ্ধারে নেই উদ্যোগ। গতকাল সরেজমিনে কুড়িল ফ্লাইওভারের নিচে গিয়ে দেখা যায়, কাভার্ড ভ্যান, ট্রাক, বাস দিয়ে ফ্লাইওভারের নিচের জায়গা থেকে শুরু করে রাস্তা পর্যন্ত দখল করে রাখা হয়েছে। পাশেই চলছে গাড়ি মেরামত, ধোয়া-মোছার কাজ। এর ফাঁক দিয়ে যাতায়াত করছে যানবাহন। ফ্লাইওভারের কুড়িল, পূর্বাচল প্রান্তের পুরোটাই চা স্টল আর গাড়ির গ্যারেজে পরিণত হয়েছে। এর ফলে দিনরাত ২৪ ঘণ্টা কুড়িল মোড়ে লেগে থাকে যানজট।

কুড়াতলি এলাকার বাসিন্দা কবিরুল ইসলাম বলেন, এই ফ্লাইওভার তৈরির কিছুদিন পরেই শুরু হয়ে যায় নিচের ফাঁকা জায়গা দখলের তোড়জোড়। এজন্য এলাকাবাসী অনেকবার কাউন্সিলরকে জানিয়েছেন, সিটি করপোরেশনে জানিয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। ফ্লাইওভারের নিচের ফাঁকা জায়গা থেকে শুরু করে রাস্তার মাঝ বরাবর পর্যন্ত বাস, কাভার্ড ভ্যান রেখে দেওয়া হয়। এখানেই গাড়ি মেরামত, ধোয়া-মোছা, রং করার কাজ চলে। ফলে এ পথে যাতায়াতকারী যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে।  বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ